|
---|
নিজস্ব সংবাদদাতা : শান্তিপুর ব্লকে মিড ডে মিল সেলের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের রান্নার প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ এবং রাধুনী প্রশিক্ষণের শংসাপত্র দেওয়া হল শান্তিপুরে। নদিয়ার শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে এবং মিড ডে মিল সেলের ব্যবস্থাপনায়, বিধায়কের হাত দিয়ে ৯৩ টি বিদ্যালয় প্রধান শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় রান্নার অত্যাধুনিক বাসনপত্র। যার মধ্যে কড়াই, ঢাকনা, গামলা, হাতা, খুন্তি সহ বিভিন্ন উপকরণ।প্রধান শিক্ষকগণ বলেন, এতদিন যাবৎ লোহার কড়াইয়ে রান্না করতে গিয়ে একদিকে যেমন অত্যাধিক গ্যাস অপচয় হত অন্যদিকে রান্নার উপাদানের রং আকর্ষণীয় হত না। মিড ডে মিলের রন্ধন কর্মীরা জানান, এই ব্যবস্থার ফলে, বাসন মাজা এবং রান্না করা হয়ে উঠবে আরও সহজতর।আগে লোহার কড়াই সরানোর জন্য অনেকের প্রয়োজন হতো, অ্যালুমিনিয়ামের কারণে এখন একদিকে যেমন সহজে স্থানান্তকরন সুবিধা হবে, অন্যদিকে রান্নার উপাদান হবে দর্শনীয়। বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, উৎকর্ষ বাংলা থেকে ট্রেনিং নেওয়া আজ এই শুভ অনুষ্ঠানের মধ্যে ২৫০ জনকে সার্টিফিকেট বিতরণ করেন তিনি। তিনি বলেন তাদের সান্মানিক বৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছেন বিভাগীয় দপ্তরে।বিডিও প্রণয় দেবনাথ বলেন, প্রয়োজন অনুযায়ী নাম এবং উপকরণ লিপিবদ্ধ করা হয়েছিল যার ভিত্তিতে আজ তাদের সকলকে একত্রিত করে তাদের হাতে তুলে দেওয়া হয়।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়েন্ট বিডিও সুজয় ঘোষ, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা প্রামানিক, সহকারি সভাপতি মনিকা সরকার, ব্লক স্তরে বিদ্যালয় অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অজিত কুমার দাস, পরিষদের সদস্য নিমাই বিশ্বাস,পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্যগণ এবং পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানগণ।