|
---|
নিজস্ব সংবাদদাতা :বুধবার১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাঞ্জাবি পাড়ায় সেনাবাহিনীর গাড়িতে গ্যাস ভরতে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় যখন বেশ কয়েকজন। সূত্রে খবর মিলেছে যখম ব্যক্তিদের দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে করানোর ব্যবস্থা করা হয়। ঘটনার খবর পেয়ে পৌঁছায় পুলিশ প্রশাসন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছ ায় শিলিগুড়ি পুরো নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
দ্রুত ছুটে আসেন তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এম এম আইসি মানিক দে। কেন ও কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত আজ সকালে সেনাবাহিনীর গাড়িতে একটি গ্যারেজ থেকে গ্যাস ভরা হচ্ছিল। ঘটনার সংবাদ শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেবের কানে পৌছলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।