|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া; ২৬শে জানুয়ারী দেশের প্রজাতন্ত্র দিবসে দেশের অন্নদাতাদের সমর্থনে একটি পদযাত্রা অনুষ্ঠিত হলো নদীয়ার শান্তিপুরে সকালে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে শান্তিপুরের সমাজকর্মী, গণ আন্দোলনেরকর্মী, সঙ্গীতশিল্পী, আইনজীবী, স্থানীয় কয়েকটি পত্র পত্রিকার সাংবাদিক সহ বেশ কিছু সচেতন মানুষ দিল্লীর কৃষক আন্দোলনের সমর্থনে শান্তিপুরে পথ হাঁটেন ৷ পদযাত্রায় স্লোগানে স্লোগানে মুখরিত হয় শান্তিপুরের রাজপথ ৷
ঐ পদযাত্রায় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে কৃষি বিল সম্পর্কে মানুষকে অবহিত করেন পদযাত্রীরা হাততালি দিয়ে গানও করেন সঙ্গীত শিল্পীরা বক্তারা বলেন যে, কেন্দ্রীয় সরকার দেশের শিল্পপতিদের সম্পদ দ্বিগুন করার ব্যবস্থা করলেও দেশের অন্নদাতাদের বাঁচানোর কোন চেষ্টা করছেনা বরঞ্চ কৃষিক্ষেত্রে ক্ষেত্রে বৃহৎ পুঁজির প্রবেশ ঘটিয়ে দেশের কৃষকদের সর্বনাশ করেছে ৷ আর কৃষকদের দীর্ঘ আন্দোলন এবং আন্দোলন করতে গিয়ে কৃষকদের মৃত্যুর সংবাদ দেশের বৃহত্তম সংবাদগুলি যাতে প্রকাশ না করে তার ব্যবস্থা করেছে তাই তাঁরা সমবেত হয়ে দেশের কৃষক আন্দোলনকে সমর্থন করার জন্যই তাঁরা পথে নেমেছেন ঐ পদযাত্রা থেকে কৃষি আইন সম্পূর্ন বাতিল করার দাবীও জানানো হয়।