বাংলা বনধকে সমর্থন করে বৃহস্পতিবার আদিবাসী সংগঠনগুলি রাজনগর ডাকবাংলোয় পথ অবরোধ করল

নিজস্ব সংবাদদাতা :আজ ৮ই জুন বৃহস্পতিবার রাজ্যজুড়ে আদিবাসীদের সম্মিলিত সংগঠন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশানস্ ওয়েস্ট বেঙ্গল এর তরফে ১২ ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে।

    সেই বনধকে সমর্থন জানিয়ে আজ বৃহস্পতিবার রাজনগরে পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতা ও ভারত জাকাত মাঝি পরগনা মহলের তরফে রাজনগর ডাকবাংলোয় পথ অবরোধ করা হয়। কুর্মি সম্প্রদায়কে আদিবাসীদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এই বনধ ডাকা হয়েছে বলে জানান সংগঠনের নেতৃত্ব।

    কুর্মি সম্প্রদায়কে তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত করার প্রয়াস চালানো হলে আগামী দিনে রাজ্যজুড়ে আরো বড় আন্দোলন করার হুঁশিয়ারি রাজ্য সরকারকে দেন আদিবাসী সংগঠনের নেতৃত্ব। পাশাপাশি সমস্ত জাল উপজাতি শংসাপত্র বাতিল করারও দাবি জানানো হয়। এই পথ অবরোধকে কেন্দ্র করে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রাজনগর থানার পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তা ব্যাবস্থা করা হয়েছে।

     

    বাইট – নেতা ,পশ্চিমবঙ্গ আদিবাসী গাউতা

    বাইট- নেতা ,ভারত যাকাত মাঝি পরগনা মহল

     

    ( খান আরশাদ, রাজনগর)