করোনা পরিস্থিতিতে আজ মমতার ডাকে সর্বদলীয় বৈঠক নবান্নে

নতুন গতি নিউজ ডেস্ক: করোনা অতিমারীর পরিস্থিতিতে আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সর্বদলীয় বৈঠকে হবে নবান্নে। বৈঠকে বিরোধী দলের সব শীর্ষ নেতারাই উপস্থিত থাকবেন। সেই সঙ্গে থাকবেন রাজ্যের প্রশাসনিক প্রধান কর্তারাও। রাজ্যে করোনা বৃদ্ধির জন্য ও অন্যান্য বিভিন্ন দাবিতে বিরোধী নেতারা সবসময় সর্বদলীয় বৈঠকের দাবী জানিয়েছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এমনকি তিনি নিজেই ফোন করে বিরোধী দলের শীর্ষ নেতাদের বৈঠকে থাকার আহ্বান জানিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খড়গপুরে নিজস্ব কর্মসূচি থাকা সত্ত্বেও নিজস্ব কর্মসূচিতে না গিয়ে বৈঠকে যোগ দেবেন বলে তিনি জানিয়েছেন।

    বিজেপির পক্ষ থেকে থাকবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও পরিষদীয় দলের নেতা মনোজ টিগ্গা। সিপিআইএমের পক্ষ থেকে থাকার কথা রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে রাজ্য সম্পাদক নরেন চট্টপাধ্যায় ও বিধায়ক আলী ইমরান রাজম এবং আর এস পি এর পক্ষ থেকে বিশ্বনাথ চৌধুরী, মনোজ ভট্টাচার্য, সি পি আই এর স্বপন বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের পরিষদীয় দলের নেতা অসিত মিত্র ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য উপস্থিত থাকবেন। রাজনৈতিক মহলের বক্তব্য, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিরোধী দলের নেতাদের কে ফোন করে বৈঠকে থাকার জন্য আহ্বান জানিয়েছেন তাই আজকের সর্বদলীয় বৈঠকের আলাদা একটা গুরুত্ব আছে। করোনা শুরুর দিকেও একটা সর্বদলীয় বৈঠকে বিরোধী দলের বক্তব্যকে নোট ডাউন কলরে রেখেছিলেন।

    রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আমফান পরবর্তী পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের একশ্রেণীর নেতাদের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ বৈঠকে কতটা গুরুত্ব পায় সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।