|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: বাংলায় সংক্রমণের দাপট আছে ঠিকই, তবে এখন স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৪ হাজার ৩৮৮ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৩৮ হাজার ২১৭ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে ৯২.০৪ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫৪ জন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৫৬৩। বাংলায় করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৭ হাজার ১১১।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৭৭৬৬।অ্যাক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭১১৫। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭০৭৮), হুগলি (১৭২৭), দক্ষিণ ২৪ পরগনা (১৪৫০), হাওড়া (১০৮৩), পূর্ব মেদিনীপুর (১০৫৮),পশ্চিম মেদিনীপুর (১০৪৭), নদিয়া (১০১৭)।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ৪৪ হাজার ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৫৩ লক্ষ ১ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।রাজ্যে মোট ১০১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ৪৪, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৭। মোট কোভিড বেডের সংখ্য়া ১৩ হাজার ৫০৮, মোট আইসিউ বেডের সংখ্য়া ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি