|
---|
নিজস্ব প্রতিবেদক:- বগটুই কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই মুর্শিদাবাদ জেলাতে গত চব্বিশ ঘণ্টায় উদ্ধার হল ৫২টি তাজা বোমা। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় উদ্ধার করেছে এই তাজা বোমা। বোমার পাশাপাশি একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। জেলার ডোমকল মহকুমাতেই মধুরকুর এলাকায় প্লাষ্টিকের জারে উদ্ধার হয়েছে ১২টি সকেট বোমা । সাগরপাড়ার খয়রামারি থেকেও ব্যাগ ভর্তি ১৩টি তাজা সকেট বোমা উদ্ধার করা হয়। অন্যদিকে, রাণীনগর থানা এলাকায় ১০টি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। ইসলামপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করেছে একটি মাস্কেট সহ ২রাউন্ড কার্তুজ। সাগরপাড়াতেও উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। দুটি আগ্নেয়াস্ত্র ও একাধিক কার্তুজ সহ দুইজনকে গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন। অন্যদিকে কান্দি মহকুমার খড়গ্রাম ও ভরতপুরে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে, বালিয়াহাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে একজনকে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম টিঙ্কু মন্ডল ।ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে জঙ্গিপুর পুলিশ উদ্ধার করেছে তাজা বোমা। জানা যায়, আমবাগানের মধ্যে ১৭ টি তাজা বোমা উদ্ধার করা হয় ফরাক্কাতে। গ্রেফতার করা হয়েছে এক জনকে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম জয় ঘোষ। বাড়ি ফরাক্কার হাজারপুর গ্রামে। পুলিশ সূত্রে জানাযায়, পুরোনা অভিযোগের ভিত্তিতে ফরাক্কা থানার পুলিশ জয় ঘোষ গ্রেফতার করে। গ্রেফতারের পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে এলাকাতে ঝামেলা পাকানোর জন্য বেশ কিছু তাজা বোমা সে একটি বাগানের ভেতরে মজুত রেখেছিল। ফারাক্কা থানার পুলিশ তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে নাইলনের ব্যাগের মধ্যে থেকে তাজা বোমাগুলো উদ্ধার করে পুলিশ। আসামির কথায় ওই ব্যাগে মোট ১৭ টি তাজা বোমা আছে। ফরাক্কার শঙ্করপুরে ৩৪ নাম্বার জাতীয় সড়ক সংলগ্ন এই ঘটনাস্থল সঙ্গে সঙ্গে ঘিরে ফেলে পুলিশ। সূত্রের খবর, এই জয় ঘোষ কে ফারাক্কা থানার পুলিশ বেশ কিছুদিন ধরেই একটি পুরনো কেসের জন্য খোঁজাখুঁজি করছিল। পুলিশ তাকে সেই কেসে গ্রেপ্তার করেন। পুলিশ বোম্ব ডিসপোজাল স্কোয়াড কে খবর দিয়েছে বোমা নিষ্ক্রিয় করার জন্য। ফরাক্কার পাশাপাশি, রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা অঞ্চলের ঘোষপাড়াতে, আমবাগানের মধ্যে থেকে ২০টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। বোমা নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড কে খবর দিয়েছে পুলিশ প্রশাসন। অন্যদিকে, মুর্শিদাবাদ পুলিশ হরিহরপাড়া থানার অন্তর্গত শ্রীপুর গ্রাম থেকে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করেছে। কে বা কারা এই তাজা সকেট বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।তবে একসাথে মুর্শিদাবাদ জেলাতে প্রায় ৫২টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে ।