গত এক সপ্তাহে ধুপগুড়িতে তিনটি হরিন উদ্বার করলেন বন দপ্তরের কর্মীরা

নিজস্ব সংবাদদাতা:  লোকালয় থেকে হরিণ উদ্ধার হল। বুধবার ধূপগুড়ি ব্লকের গিলান্ডি সংলগ্ন এলাকায় হরিণটি উদ্ধার হয়। গ্রামবাসীরা পথ কুকুরের আক্রমণ থেকে হরিণটিকে উদ্ধার করে ধূপগুড়ি থানায় নিয়ে যায়। পুলিশই মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের খবর দেয়। পরে বনকর্মীরা থানায় এসে হরিণটিকে নিয়ে যায়।

     

    স্থানীয়রা জানান, হরিণটিকে দুটি পথকুকুর তাড়া করেছিল। তখনই জালে আটকে যায় হরিণটি। কুকুরের হানায় হরিণটি আহতও হয়েছে। তার মুখে ও পায়ে আঘাত লেগেছে। বনকর্মীরা জানায়, হরিণটিকে উদ্ধার করে রেঞ্জে নিয়ে আসা হয়েছে। তার প্রাথমিক চিকিৎসাও শুরু করা হয়েছে। সোনাখালি জঙ্গলে থেকে লোকালয়ে চলে এসেছিল হরিণটি বলে অনুমান বন দপ্তরের।হরিনটিকে চিকিৎসার জন্য স্থানীয় পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।হরিনটি অনেকদিন ধরেই অভুক্ত ছিল বলে জানিয়েছে চিকিৎসকেরা। এই নিয়ে গত এক সপ্তাহে ধুপগুড়িতে তিনটি হরিন উদ্বার করলেন বন দপ্তরের কর্মীরা।