|
---|
নিজস্ব সংবাদদাতা : নবদ্বীপ ধাম অন্যতম সেরা তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল নবদ্বীপ ধামে। নবদ্বীপ শহর জুড়ে রয়েছে বিভিন্ন মন্দির।
নবদ্দীপ থেকে নৌকা করে মিনিট পাঁচেকের রাস্তা মায়াপুর। মায়াপুরে তৈরি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বৃহত্তম মন্দির। মায়াপুরের সন্ধ্যা আরতি জগত বিখ্যাত। সন্ধ্যে আরতির সময় প্রচুর ভক্তর সমাগম হয়ে থাকে মন্দির চত্বরে।
সবে শেষ হয়েছে দুর্গোৎসব, যুব উৎসবের পরের থেকেই সেবা মাস শুরু হয়ে গিয়েছে। মায়াপুর মন্দিরে নিয়ম সেবা মাস মহাসামরহে উদযাপন করা হচ্ছে নিয়ম সেবা মাসের। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হচ্ছে নিয়ম সেবা মাস।
সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে একেবারে নিখরচায় এক মাস ব্যাপী এই নিয়ম সেবা মাসে দীপ দান করতে পারবেন ভক্তরা। এই নিয়ম সেবা মাসের বিশেষ বৈশিষ্ট্য হলো দ্বীপ দান। প্রতিদিন মন্দির চত্বরে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে এই দীপ দানের জন্য।