|
---|
নতুন গতি নিউজ ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় আটজন রাজ্যসভার সাংসদকে বরখাস্তের নিন্দা করেছেন এবং তিনি এই পদক্ষেপকে সরকারের “স্বৈরাচারী মানসিকতার” প্রতিচ্ছবি বলে অভিহিত করেছেন। টুইট করে তিনি লেখেন, ‘কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখতে লড়াই করা আট সাংসদকে সাসপেন্ড করার ঘটনা দুর্ভাগ্যজনক। এই ঘটনা স্বৈরাচারী সরকারের গণতান্ত্রিক রীতিনীতিকে তাচ্ছিল্য করার মানসিকতাকে প্রমাণ করে দিল। আমার মাথা নোয়াব না। আমরা সংসদ ও রাস্তায় এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়ব”
ইতিমধ্যেই ডেরেক ও’ব্রায়ন তাঁর ফেসবুক প্রোফাইল ব্ল্যাক করে সোশাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন।
রাজ্যসভায় টিএমসি নেতা ডেরেক ও’ব্রায়ন সহ সংসদ সদস্যদের সাসপেন্ড করার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে অভিহিত করে এবং বলেছে ” বিজেপির দ্বারা সংসদকে আইনহীন জঙ্গলে পরিণত হতে দেওয়া যাবে না”। রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের চিপ হুইপ সুখেন্দু শেখর রায় বলেন, সাংবিধানিক কর্তৃপক্ষ যদি নিয়ম লঙ্ঘন করে তবে তা ভারতীয় গণতন্ত্রের জন্য ক্ষতিকারক হবে।