|
---|
খান আরশাদ, বীরভূম:
আর জি করে চিকিৎসক খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনগরে প্রতিবাদ মিছিল করল ছাত্রীরা।
আর জি করে মেডিকেল কলেজ হাসপাতালে যে মহিলা ট্রেনি চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়, সারা রাজ্যজুড়ে এর প্রতিবাদের ঝড় উঠেছে। বৃহস্পতিবার রাজনগর ব্লকের ছাত্রীরা এই খুনের সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে একটি প্রতিবাদ মিছিল করলো। এলাকার অন্যান্য ছাত্র ও তাদের অভিভাবকরাও এই প্রতিবাদ মিছিলে যোগ দেন। প্রতিবাদী ছাত্রী ইশিকা আচার্য তার বক্তব্যে জানায় একজন নারী রাত্রেবেলা বিচরণ করতে পারবে না এমন কোন কথা নয়, নারীদের রাত্রি যেন সুরক্ষিত রাত্রি হয়।
অভিভাবকদের তরফে তরুণ মালি বলেন ছাত্রীদের অভিভাবকরা যাতে রাতের ঘুমটুকু নিশ্চিত করতে পারেন, সেই লক্ষ্যেই সারা বাংলা জুড়ে প্রতিবাদের কর্মসূচি আমরা সবাই করছি। প্রকৃত ধর্ষক খুনিদের চিহ্নিত করে তাদের এমন শাস্তি এমন হওয়া উচিত যাতে ভবিষ্যতে এ কাজ করতে কেউ সাহস না পায় যাতে ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারেন। সেই রাত যেন দুঃস্বপ্নের রাত না হয়।
কালো ব্যাজ পরে , হাতে প্লাকার্ড নিয়ে ‘আমরা বিচার চাই’ এই স্লোগান দিয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতিবাদ মিছিল রাজনগর বাজার পরিক্রমা করে।