|
---|
সহিদুলের কথায় আহমেদ সজীব ও মোহনা’র “রূপের জেল্লা”
নতুন গতি : ঈদের আনন্দ কে আরও বাড়িয়ে দিতে ৯ মে সোমবার প্রকাশ পেয়েছে “রূপের জেল্লা” শিরোনামের একটি ভিন্ন অনুভূতির রোমান্টিক আইটেম গান । গানটিতে অসাধারণ কণ্ঠ দিয়েছে বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোহনা ও আহমেদ সজীব। উক্ত গানটির সুন্দর কথামালা সাজিয়েছে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গীর গীতিকার সহিদুল ইসলাম। অসম্ভব সুন্দর সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ সজীব। মিউজিক ভিডিও টি প্রকাশ পায় ওভিএস মিউজিক এর ব্যনারে। ভিডিওতে মডেলিং হিসেবে দেখা গিয়েছে ফারহান তাজবীর ইমরান ও মোহনা নিশাদ কে। মিউজিক ভিডিওটির পরিচালক সেজাত খাঁন।
গানটি সম্পর্কে গীতিকার সহিদুল ইসলাম জানায়, মনে প্রেমের সঞ্চার হলে মনের আকুতি এই রোমান্টিক গানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। একদম ভিন্ন অনুভূতির এই আইটেম গান যা সবার মনে আনন্দের বাতাবরণ সৃষ্টি করবে। ” তিনি আরও জানায় এবছরে আরও নতুন নতুন গান আসছে সবার জন্য। জয় হোক বাংলা গানের, বাংলা গানের পাশে থাকুন।