ন‍্যাশ‍্যানাল মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের হস্টেলে আগুন, উত্তেজনা এলাকায়

নবাব মল্লিক ও আনজুম মুনির, কলকাতা: এনআরএস কাণ্ডের প্রতিবাদে যখন কর্মবিরতিতে শামিল জুনিয়র ডাক্তাররা, ঠিক তখনই হস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়াল ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বুধবার গভীর রাতে আগুন লেগে যায় লিন্টন স্ট্রিটে জুনিয়র ডাক্তারদের হস্টেলে। অল্প কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। হতাহতের কোনও খবর নেই।

    লিন্টন স্ট্রিটে ন্যাশনাল মেডিক্যাল কলেজের পড়ুয়াদের হস্টেলটি চারতলা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার রাত প্রায় দেড় নাগাদ হস্টেলে লক্ষ্য কেরোসিন বোমা ছুোড়ে একদল দুষ্কৃতী। আগুন লেগে যায় হস্টেলের একতলায় দুটি ঘরে। ঘটনার সময়ে ঘর দুটি অবশ্য খালি ছিল। জুনিয়র ডাক্তারদের হস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

    কিন্তু ন্যাশনাল মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের হস্টেলের কীভাবে আগুন লাগল? এটা কি নেহাতই দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে? খতিয়ে দেখছে বেনিয়াপুকুর থানার পুলিশ। এদিকে এনআরএস কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবারও সরকারি হাসপাতালে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতির জেরে রোগীদের দুর্ভোগ চরমে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সকালে এনআরএস হাসপাতালে সামনে পথ অবরোধ করেন রোগীর পরিজনেরা। পরে পুলিশ অবরোধকারীদের হটিয়ে দেয়।