এখন থেকেই সাগরদ্বীপের ঐতিহ্য খুঁজে পাবেন সাগরদ্বীপের রূপকথায়

নবাব মল্লিক, সাগরদ্বীপ: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাগরদ্বীপ এর বিধায়ক বঙ্কিম হাজরা এবং রাজ্য তথ্য মিত্র কেন্দ্র ডেপুটি ডিরেক্টর মালবিকা গোস্বামীর উদ্যোগে গতকাল সাগরদ্বীপ এর ঐতিহ্য তুলে ধরার জন্য সমকালের জিয়ন কাঠি প্রকাশনের ব্যবস্থাপনায় সাগরদ্বীপ সুশীল সমাজের আয়োজনে সাগরদ্বীপের রূপকথা নামে সাড়ে চারশ পৃষ্ঠার একটি বই প্রকাশ করা হলো। বইটি লিখেছেন নাজিমুল ইসলাম মন্ডল।
এই বইটিতে কপিলমুনির আগমন থেকে শুরু করে সাগরদ্বীপ এর সমস্ত রকমের ঐতিহ্য তুলে ধরা হয়েছে। গতকাল এই বইটি উদ্বোধন করেন গোপা দত্ত ভৌমিক প্রাক্তন উপাচার্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, অনুষ্ঠানটির পৌরহিত্য করেন সাগরদ্বীপ এর বিধায়ক বঙ্কিম হাজরা,
উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্য মিত্র কেন্দ্রে ডেপুটি ডিরেক্টর মালবিকা গোস্বামী দেশ-বিদেশের বহু সাহিত্যিক কবি উপন্যাসিক, লেখক।