|
---|
মালদা: হুইল চেয়ারে বসেই পুরনো গাড়ি বিক্রির শোরুমের উদ্বোধন করলেন ইংলিশবাজার শহরের দুই প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মা মালা সাহা। সেখানে উপস্থিত ছিলেন তাদের বয়স্ক বাবা কানাইলালবাবুও।
এই ডিজিটাল জামানায় বৃদ্ধ বাবা-মায়েদের প্রতি অনীহার প্রবণতা বাড়ছে। ঠিক সেই সময় শহরের বালুচরের বাসিন্দা দেবেশ সাহা এবং রাজেশ সাহা তাদের নতুন শোরুমের উদ্বোধনে কোনও নেতা-মন্ত্রীদের ডাকেননি। ছিলেন তাদের মা-বাবা। রবিবার সন্ধ্যায় মালদহ শহরের উপকণ্ঠে গাবগাছি যদুপুর এলাকায় এই শোরুমের উদ্বোধন হয়। সেখানে ব্যবহৃত গাড়ি খুব কম দামে পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্বোধনের আগে সেই শোরুম পরিদর্শন করেন মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু।