|
---|
সেখ মহম্মদ ইমরান, নতুন গতি, মেদিনীপুর :কেশপুর ব্লকে ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্বোধন হল রবিবারে। সেই সঙ্গে এদিন রক্তদান করলেন ৬০ জন। উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর অতিরিক্ত পুলিশ সুপার শ্রী অম্লান কুসুম ঘোষ। উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের চেয়ারম্যান অসীম ধর,ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক শ্রী জয়ন্ত মুখার্জী , সমাজসেবী তথা অন্যতম উদ্যোক্তা ফারুক মল্লিক, শিক্ষা রত্ন পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ড.অমিতেশ চৌধুরী,নারায়ণগড় ব্লক ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক ড. জগদীশ মাইতি,-আল আমিন মিশন (মেদিনীপুর শাখা )প্রধান শিক্ষক শেখ ইস্রাফিল, সেক্রেটারি ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানিজশন অফ ইন্ডিয়া (পশ্চিমবঙ্গ শাখা )কবি ঘোষ সহ বিশিষ্টরা। রক্ত সংগ্রাহক হিসেবে ছিলেন ঝাড়গ্রাম ব্লাড ব্যাংক।
সমাজসেবী তথা অন্যতম উদ্যোক্তা ফারুক মল্লিক বলেন, উপস্থিত সমস্ত ব্যাক্তি বর্গকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা। আজকে রক্তদান শিবিরটি সাফল্য হওয়ার জন্য আমাদের পুরো টিমকে জানায় অন্তের ভালোবাসা কারণ কয়েকদিন দিন ধরে অকান্ত পরিশ্রম করে সহযোগিতা করেছে।
এমন উদ্যোগ এলাকায় বিশেষ প্রশংসা অর্জন করেছে।