বীরভূমে এপোলো ইনফরমেশন সেন্টার এর উদ্যোগে হাঁটু প্রতিস্থাপন বিষয়ক প্রেস মিট: চেন্নাই এর বিশিষ্ট চিকিৎসকের উপস্থিতি

মহঃ সফিউল আলম, নতুনগতি, সিউড়ি: বীরভূমের সদর শহর সিউড়িতে সাগর হোটেলে শনিবার সিউড়ি এপোলো ইনফরমেশন সেন্টারের উদ্যোগ ও ব্যবস্থাপনায় চেন্নাই এপোলো থেকে আগত বিশিষ্ট চিকিৎসকের উপস্থিতিতে এক প্রেস মিটের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন বিশিষ্টদের পাশাপাশি মিডিয়া প্রতিনিধিরা৷ ওয়ান হান্ড্রেড গোল্ডেন নী রিপ্লেসমেন্টস ইন ইয়ার বিষয়ক এই মিডিক্যাল সূচীতে মূল্যবান বক্তব্য, হাঁটু প্রতিস্থাপন সংক্রান্ত বিভিন্ন ছবি অন স্ক্র্রীন দেখানো হয়৷ বিষয়গুলি বোঝান চেন্নাই এপোলোর বিশিষ্ট অস্থি বিশেষজ্ঞ তথা শল্য চিকিৎসক ডাঃ মদন মোহন রেড্ডি৷ বিভিন্ন প্রশ্নের জবাব সুন্দর ভাবে তিনি দেন এদিন৷
উক্ত সভায় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী কমল খান, এপোলো হসপিটালস চেন্নাই ইনফরমেশন সেন্টার সিউড়ির কর্ণধার তথা বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী আজাদুর রহমান ওরফে আজাদ সাহেব, নারায়ণ মিত্র, ইমরান ও সাবা ইমরান খান প্রমুখ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক তথা বিশিষ্ট সঞ্চালক বরুণ কুমার দাস৷ বক্তারা তাঁদের মূল্যবান বক্তব্যে সিউড়ি ইনফরমেশন সেন্টারের মাধ্যমে কিভাবে সাধারণ মানুষ চিকিৎসা বিষয়ে সুপরামর্শ পেতে পারেন সেই বিষয়গুলি তুলে ধরেন৷ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন ডাঃ রেড্ডি৷ এদিন সকাল থেকে কয়েক ঘন্টা সিউড়িতে তিনি কিছু রোগীর চিকিৎসা করেন বলে জানান আয়োজকরা৷ উপস্থিত সকলকে মধ্যাহ্নকালীন আহারে আপ্যায়িত করেন আয়োজক তথা ব্যবস্থাপকরা৷ সাংবাদিকদের কলম, নোটিং প্যাড প্রভৃতি প্রদান করা হয়৷ সবকিছু সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় এদিন৷ আয়োজকদের তৎপরতা ছিল যথেষ্ট৷