|
---|
নিজস্ব প্রতিবেদক:-দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে ৩টি আন্তর্জাতিক মানের টেনিস কোর্ট উদ্বোধন হল। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে এগুলি নির্মাণ করা হয়েছে। আজ, বৃহস্পতিবার পুলিসের আইজি ডিপি সিং টেনিস কোর্টের উদ্বোধন করেন। এই টেনিস কোর্টে স্কুল পড়ুয়াদের কোচিং ক্যাম্প আয়োজনের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা করেছে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন।জিমখানা ক্লাবের সভাপতি জামলিং তেনজিং নোরগে বলেন, দার্জিলিংবাসীকে এই উপহার দিতে পেরে ভালো লাগছে। টেনিস কোর্ট নির্মাণে মোট খরচ হয়েছে ৫০ লক্ষ টাকা। এই টেনিস কোর্টে জাতীয় ও রাজ্যস্তরের পাশাপাশি আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এলাকার স্কুল পড়ুয়াদের জন্যও কোচিং ক্যাম্প আয়োজন করা হবে।১৯০৯ সালে দার্জিলিং জিমখানা ক্লাব লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল। রাজভবনের পাশে ম্যাল রোডে এটি অবস্থিত। ইনডোর এবং আউটডোর গেমের সুবিধা রয়েছে জিমখানা ক্লাবে। পাহাড়ের পর্যটন মানচিত্রেও একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই ক্লাব। বর্তমানে জিমখানা ক্লাবে ৪০০ জন স্থায়ী সদস্য এবং ৪৯ জন বিশেষ সদস্য রয়েছেন।বিশেষ সদস্যের অধিকাংশই ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। পর্যটকরা দার্জিলিং জিমখানা ক্লাবের অস্থায়ী সদস্য হতে পারেন। প্রতি বছর গড়ে ৫০০ জন এই ক্লাবের অস্থায়ী সদস্য হন। তাঁদের অধিকাংশই বিদেশী পর্যটক। দার্জিলিং জিমখানা ক্লাব লিমিটেড আগে দার্জিলিং অ্যামিউজমেন্ট ক্লাব নামে পরিচিত ছিল। ২ একর জায়গা নিয়ে এটি গড়ে উঠেছে।