আগামী ১৫ আগস্ট ইন্ডিয়া গেটে উদ্বোধন হতে পারে 30 ফুট উঁচু নেতাজি মূর্তির, দেখা যাবে রাইসিনা হিলস থেকেও

দেবজিৎ মুখার্জি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে আগামী ১৫ আগস্ট ইন্ডিয়া গেটে উদ্বোধন হতে পারে 30 ফুট উঁচু নেতাজি মূর্তির। জানা গিয়েছে, রাইসিনা হিলস থেকেও দেখা যাবে এই মূর্তিটি।

    মূর্তি নির্মাণ করছেন মইসুরের বাসিন্দা বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ। তিনি আজ দিল্লি পৌঁছে কাজ শুরু করবেন। ইতিমধ্যে মূর্তি নির্মাণের জন্য বিরাটাকার কালো জেড গ্রানাইট পাথর তেলেঙ্গানা থেকে দিল্লিতে আনা হয়েছে। গত বছর নেতাজির ১২৫ জন্ম বার্ষিকীর প্রাককালে প্রধানমন্ত্রী মোদি ঘোষণার পরই ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারির পরিচালক অদ্বৈত গদানায়ক ও তাঁর দল গ্রানাইট পাথরের বিশাল মূর্তিটির মূল আঙ্গিক তৈরি করেন।