|
---|
নদীয়া: মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে রানাঘাট পৌরসভার ব্যবস্থাপনায় আজ উদ্বোধন হলো আইসিইউ সুবিধা যুক্ত অ্যাম্বুলেন্স। 34 লক্ষ টাকা ব্যয়ে এই অ্যাম্বুলেন্সটি ক্রয় করেছে রানাঘাট পৌরসভা। এতদিন পর্যন্ত আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স আনতে হত কলকাতা থেকে।
নদীয়া জেলার মধ্যে রানাঘাট পৌরসভাই প্রথম এই আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স ক্রয় করল। রানাঘাট ও রানাঘাট সন্নিহিত সাধারণ মানুষের সুবিধার্থে এই অ্যাম্বুলেন্সটি অর্পণ করা হলো বলে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায়। এদিন অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায়, উপ মুখ্য প্রশাসক শেখর মুহুরী, প্রশাসক মন্ডলীর সদস্য দুলাল পাত্র সহ অন্যান্যরা।