আয়রন মুক্ত পানীয় জলাধার এর উদ্ধোধন ও মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সম্বর্ধনা

আয়রন মুক্ত পানীয় জলাধার এর উদ্ধোধন ও মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সম্বর্ধনা

    নতুন গতি ,  মোথাবাড়ি : মালদার মোথাবাড়ির এ.জি.জে.এস হাই মাদ্রাসার উদ্যোগে সম্বর্ধনা প্রদান ও
    মালদা জেলা পরিষদ বরাদ্দকৃত অর্থে নির্মিত আয়রন মুক্ত পানীয় জলাধার এর উদ্বোধন করলেন মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা তথা রাষ্ট্রমন্ত্রী , উত্তরবঙ্গ উন্নয়ন, সেচ ও জলপথ এবং স্বনির্ভর ও স্বনিযুক্ত দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয়া সাবিনা ইয়াসমিন মহাশয়া । এদিনের অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক নৃত্য , নাঢ্য ও কবিতা আবৃত্তি ও সামাজিক সচেতনতা মূলক নাটক । উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , প্রাক্তন জেলা পরিষদ সদস্য আসাদুল আহমেদ , প্রাক্তন জেলা পরিষদ কর্মদক্ষ দিজেন মন্ডল , ফিরোজ আলম , রাফিকুল ইসলাম এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

     

    প্রধান শিক্ষক সেখ রৌশান জামাল জানান, আজকে আমাদের মাদ্রাসায় মোথাবাড়ির বিধায়িকা তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সম্বর্ধনা দেওয়া হল এবং তার সাথে স্কুলের আয়রন মুক্ত পানীয় জলাধার এর শুভ উদ্বোধন করা হয় । এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় ৷

    মন্ত্রী সাবিনা ইয়াসমিন তার বক্তব্যে বলেন , আজ এই মাদ্রাসায় একটি আয়রন মুক্ত পানীয় জলাধার এর শুভ উদ্ধোধন ছিল এবং স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আমাকে বিশেষ সম্বর্ধনা দেওয়ার জন্য আমি ভীষণ আপ্লূত ।  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় আমার ইচ্ছে আছে মোথাবাড়ি বিধানসভায় যে স্কুলগুলির সমস্যাগুলো আছে তা পূরণ করার। বিশেষভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে শিক্ষার দিকটা আরও উন্নত করার ।  ভালো পরিবেশে বাচ্চারা যেন শিক্ষা নিতে পারে তার জন্য আমার ইচ্ছে স্কুল প্রতিষ্ঠান গুলি একটু চকচকে করার দরকার ।  উক্ত অনুষ্ঠান টি সুষ্ঠু ভাবে সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক সৈয়দ নাওসাদ আলী এবং সহযোগিতায় মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা ।