|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক : এদিন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কালিয়াচক ১ নম্বর ব্লক এর যুব সভাপতি মোঃ সারিউল সেখ । নতুন ভবনের উদ্বোধন করেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিত দাস। হাজির ছিলেন ব্লক যুব সভাপতি সারিউল সেখ, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান মিয়াঁ প্রমুখ।
জেলা যুব সভাপতি প্রসেনজিত দাস বলেন, ‘যারা আমরা বিজেপি করি না, তাদের দেশ থেকে তাড়ানোর চক্রান্ত করে চলেছে বিজেপি। এনআরসি, সিএএ-র মাধ্যমে আমাদের হিন্দু, মুসলিম ভাইদের দেশের বাইরে পাঠাতে চাইছে তারা। কিন্তু রাজ্যে মমতা ব্যানার্জি যতদিন আছেন, ততদিন আমাদের কেউ দেশের বাইরে করতে পারবে না।’ যুবদের আন্দোলন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের একজনই নেত্রী, তিনি হলেন মমতা ব্যানার্জি। আমাদের একজনই নেতা, তিনি হলেন অভিষেক ব্যানার্জি। উনারা যে পথ ঠিক করে দেবেন, তৃণমূল যুব সেই পথেই আন্দোলন করবে।’ তাছাড়া এদিন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আন্দোলনে নামার অঙ্গীকার করেন কর্মী, সমর্থকেরা।