|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মালদা: মালদার মসিমপুরে পোস্ট অফিস পাড়ায় মসিমপুর শিশু বিকাশ বিদ্যালয়ের নতুন শাখার উদ্বোধন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীরা একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক মো. সেতাউর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন সালাম বাংলা পত্রিকার সম্পাদক নাসিমুল হক নাসিম, ড. আকবর আলি বিশ্বাস, নাফিস আলি, মোজাফফর হোসেন, আলহাজ্ব মো. নাসিরুদ্দিন, আদিব আহমেদ, সাফিউল হক, মুফতি আসাদুল্লাহ, মইনুল হক, মো. ইসমাইল হক, মো. আতাবুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে আগত সকল বক্তাগণ শিক্ষার গুরুত্ব ও ‘কোয়ালিটি অফ এডুকেশন’ নিয়ে দীর্ঘ আলোচনা করেন। অনুষ্ঠানে ভীড় ছিলো চোখে পড়ার মতো।