|
---|
নিজস্ব সংবাদদাতা :আজ অর্থাৎ রবিবার শিলিগুড়ির খালপাড়া হিন্দি হাই স্কুল ফর গার্লসের নবনির্মিত শৌচালয় বিশ্রামাগার ও শ্রেণিকক্ষের উদ্বোধন হয়। উদ্বোধন করেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব। প্রসঙ্গত এই বিষয়ে জানা গেছে উত্তরবঙ্গের হিন্দিভাষী সমাজ ও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিকাঠামগত উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়। যাবতীয় কাজ করতে ব্যয় হয়েছে আনুমানিক ৪০ লক্ষ টাকা। এদিন বিদ্যালয়ের নব নির্মিত শ্রেণীকক্ষ শৌচাগার ও বিশ্রামাগারের উদ্বোধন হয়। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ হিন্দিভাষী সমাজের সভাপতি সঞ্জয় টিব্রুয়াল জানান, বিদ্যালয়টির পরিকাঠামো বহু পুরনো হয়ে গেছিল। সেজন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়।