|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- সাধারণ মানুষের সুবিধার্তে মগরহাট পশ্চিম বিধান সভার অন্তর্গত, সোমবার বিকালে জগদীশ নগর মধ্যকৃষ্ঞ পুর গ্ৰামে নব নির্মিত সোলার সামমারসেবেলের শুভ উদ্ধোধন হয়। উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা সহ অঞ্চলের আরও অন্যান্য ব্যাক্তিরা।
বিধায়ক তিনি এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাধারণ মানুষের সুবিধার্তে এই সাম্মারসেবলের শুভ উদ্বোধন হয়। এছাড়া তিনি আরো জানান নভেম্বর মাস থেকে দুয়ারে সরকার শিবির আবার চালু হবে, ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। যারা আবেদন করে টাকা পাচ্ছেন না,এবার থেকে তারাও টাকা পাবেন।তিনি আরো জানান আগামীতে পশ্চিমবঙ্গে বেকাররাও চাকরি পাবে,শুধু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা নয় বাইরের থেকে আশা ছেলে মেয়েরাও চাকরি পাবেন।
সামনের পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রতিপক্ষ অনেকেই রয়েছে,যার মধ্যে ইডি,সিবিআই আছে। তিনি আরো জানান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চিরকাল বাংলার হয়ে লড়াই করে এসেছেন লড়াই করে চলবেন।