|
---|
নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার পর্যটনকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ঝাড়গ্রাম জেলার পর্যটনের উপর নির্মিত একটি থিম সং এর উদ্বোধন হলো সোমবার। সোমবার বিশ্ব পর্যটন দিবসে “হাঁক দিচ্ছে ঝাড়গ্রাম,ডাক দিচ্ছে ঝাড়গ্রাম..” শিরোনামের থিম সং টি নিজের দপ্তর থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। গানটি রচনা,ভাবনা, পরিচালনা করেছেন সেবাভারতী মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগীয় প্রধান অধ্যাপক ড.প্রণব সাহু।গানটি মূলত ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক আকর্ষণীয় স্থান, লোকসংস্কৃতি এবং ঐতিহ্যমন্ডিত স্থান গুলির উপর ভিত্তি করে গানটি রচনা এবং নির্মাণ করা হয়েছে।
ঝাড়গ্রাম জেলা প্রশাসনের সভাকক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিল কাপগাড়ির সেবা ভারতী মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগে এবং ট্রপিক্যাল ইনস্টিটিউট অফার এনভারমেন্টাল রিচার্জ নামক পরিবেশ গবেষণা সংস্থা । গানে যাঁরা কণ্ঠ দিয়েছেন তারা প্রত্যেকে জেলার পরিচিত ও উদীয়মান শিল্পীরা। বাদ্য যন্ত্র সঙ্গীতের মূলত ঝাড়গ্রাম জেলার শিল্পীরা সঙ্গ দিয়েছেন। ভার্চুয়ালি উদ্বোধনী বক্তব্যে বীরবাহা হাঁসদা আশা প্রকাশ করে বলেন,পুজোর আগে পর্যটকদের কাছে এই ধরনের আকর্ষণীয় তথ্যসমৃদ্ধ, চিত্রায়িত এই শ্রুতিমুধুর সংগীতটি সবাইয়ের মনে কাছে পৌঁছে যাবে এবং এই ধরনের গান পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে।
ঝাড়গ্রাম জেলা শাসক কার্যালয়ের সিধু কানু আলোচনা সভাগৃহে উদ্বোধনী মূল মঞ্চে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পর্যটন বিভাগের আধিকারিক বাসুদেব সরকার ও বিধান ঘোষ, সেবা ভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেব প্রসাদ সাহু,ঝাড়গ্রাম রাজপরিবারের সদস্য বিক্রমাদিত্য মল্লদেব এবং জৈব কৃষি বিজ্ঞানী ড.কাঞ্চন কুমার ভৌমিক প্রমুখ। ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সঞ্জয় ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. চন্দন করন, ড. কিশোর দন্ডপাট ও সুপ্রকাশ দাস সহ অন্যান্যরা।