মালদায় ত্রিপাঠী মেমোরিয়াল নার্সিংহোম ও ইউনিট এলিট ড্যায়াগোনস্টিক সেন্টারের উদ্ধোধন

 

     

     

    নিজস্ব প্রতিবেদক, মালদহ:

    মালদার স্বনামধন্য চিকিৎসক ডাক্তার সূর্যকান্ত ত্রিপাঠীর গড়া সুষমা ত্রিপাঠী মেমোরিয়াল নারসিংহোমের আর ইউনিট এলিট ড্যায়াগোনস্টিক সেন্টারের শুভ উদ্ধোধন করা হয়। এদিনের আনুষ্ঠানিক উদ্ধোধনে উপস্থিত ছিলেন, প্রখ্যাত চিকিৎসক ডা সূর্যকান্ত ত্রিপাঠী, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার (বাবলা), কাউন্সিলার গৌতম দাস, কাউন্সিলার পূজা দাস, চিকিৎসক প্রশান্ত রয়, চিকিৎসক পিকে সাহা, চিকিৎসক শিখা আগারওয়ালা ছাড়াও বিশেষ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    প্রখ্যাত চিকিৎসক সূর্যকান্ত ত্রিপাঠী বলেন, দীর্ঘদিন ধরে মালদা শহরে আমরা সাধারণ মানুষ অর্থাৎ রুগীদের যত্ন সহকারে উন্নতমানের পরিষেবা দিয়ে চলেছি। আজকে আমরা সুষমা ত্রিপাঠী মেমোরিয়াল নারসিংহোমের একটি ইউনিট এলিট ডায়াগনস্টিক সেন্টার চালু করলাম। মালদার বিভিন্ন জায়গায় অর্থাৎ কালিয়াচকের বালিয়াডাঙ্গা, সুজাপুর বিশুমোড়, মালদা শহরে ভিজন ও ডায়াগনস্টিক সেন্টার চালু হয়েছে। যেসব মানুষ ভালো পরিষেবা নিতে চাই, সেই পরিষেবা ও সাহায্য আমরা দিতে চাই। যাতে আমাদের নাম, আমাদের খ্যাতি, আমাদের সুনাম, আমাদের উন্নতমানের পরিষেবা যেন বেশি লোকজন পেতে পারে তাই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।

    সুষমা ত্রিপাঠী মেমোরিয়াল নারসিংহোমের ম্যানেজিং ডিরেক্টর চিকিৎসক জয়দীপ ত্রিপাঠী বলেন, মালদা শহরের কে.জে. স্যান্যাল রোডে আমাদের এসটিএমের আর একটি ডায়াগনস্টিক সেন্টার এলিট এর উদ্ধোধন হল। এখানে, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, সমস্ত রকমের রক্ত পরিক্ষা, ইসিজি, এনটি স্কান, সিটি স্কান, এন্ডোসকপি, টুডি ইকো, ফোরডি স্কান, আনোমালি স্কান, ডপলার স্ট্যাডি, এছাড়াও বিভিন্ন বিভাগের চিকিৎসকরা চেম্বারে রুগী দেখবেন।