|
---|
নিজস্ব সংবাদদাতা : বেশ কয়েকদিন ধরে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলাতে ভয়ানক বৃষ্টিপাত হচ্ছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রবিবার ভেনিজুয়েলার বেশ কিছু অংশে ভূমি ধস নামে। মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের, নিখোঁজ অন্তত ৫০ জন এমনই খবর সূত্রে মিলেছে।
প্রসঙ্গত বেশ কিছু মাস ধরেই দক্ষিণ আমেরিকার দেশটিতে ভয়ানক বৃষ্টিপাত হচ্ছে। অধিকাংশ নদীর দুই কুল ঝাঁপিয়ে গিয়েছে। লাগাতার বৃষ্টিপাতের কারণে রবিবার ধস নেমেছে, সংলগ্ন এলাকার প্রচুর ঘরবাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভূমিধসের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তাঘাট ভেঙ্গে গিয়েছে, রাস্তা মেরামতের কাজ শুরু করে দিয়েছে উদ্ধার কার্য কাহিনী। অনেকেই সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।