ফের ধাক্কা খেলো আমজনতা! একধাক্কায় সিলিন্ডারপ্রতি একশো টাকারও বেশি বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম

দেবজিৎ মুখার্জি: জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে রেহাই মিলছে না আমজনতার। শনিবার রাতে তেল সংস্থাগুলি ১৯ কেজি সিলিন্ডারের বাণিজ্যিক গ‌্যাসের দাম ১০৩ টাকা ৫০ পয়সা বাড়িয়েছে। ফলে রবিবার সকাল থেকে কলকাতায় বাণিজ্যিক গ‌্যাসের সিলিন্ডারের দাম হল ২ হাজার ৪৫৫ টাকা।

    গত তিন মাসে এই নিয়ে প্রায় সাড়ে চারশো টাকা বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। তবে স্বস্তির খবর হল এলপিজি গ্যাসের দাম এদিন বাড়ানো হয়নি। যদিও এই স্বস্তি কতদিন স্থায়ী হবে, তা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে।