|
---|
নতুন গতি নিউজ ডেস্ক:আজ ১৮ই আগস্ট ২০২০,বিগত বছরের মতো এ বছরও গয়েশপুর নেতাজী সংঘের সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীন ভারতে মালদা জেলার অন্তর্ভুক্তিকরণ দিবস পালন করা হলো।জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের দিনটি উদযাপন করা হল,পতাকা উত্তোলন করলেন নেতাজী সংঘের সভাপতি ও এলাকার বরিষ্ঠ নাগরিক শ্রী কল্যান কুমার ভট্টাচার্য এবং সহ সভাপতি শ্রী সমীর কুমার ভট্টাচার্য মহাশয়।করোনা মহামারীর জন্য এ বছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না হলেও, আজকের এই ঐতিহাসিক দিনটির জন্য ক্লাবের পক্ষ থেকে *গয়েশপুর এলাকার কিছু শিশুদের হাতে তরল দুধের প্যাকেট, বিস্কুট ও চকলেট তুলে দেওয়া হল।