|
---|
সহিদুল ইসলাম, নতুন গতি, জলঙ্গী: ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে – স্বেচ্ছাসেবী সংস্থা ” মহানুভবতার দেয়াল সোশ্যাল এ্যণ্ড চ্যারিটেবল ট্রাস্ট ” ও” এমারজেন্সি ব্লাড ডোনেশন(জলঙ্গী) এর উদ্যোগে সর্বসাধারণের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। সকাল ৯টায় এই শিবিরের সুচনা হয়ে বেলা ২ ঘটিকায় শেষ হয়। এই শিবিরে শতাধিক মানুষ রক্তের গ্রুপ পরীক্ষা করাতে আসে। এই শিবিরে উপস্থিত ছিলেন – সাদিখাঁনদেয়ার গ্রামীণ হসপিটাল এর বিশিষ্ট চিকিৎসক – আবু তালহা মহাশয়, তরুন আইনজীবী – আসাদুল আল গালিব, সমাজসেবী – সুরাত আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংস্থার সদস্যগন।
চিকিৎসক আবু তালহা মহাশয় এই রক্তের গ্রুপ পরীক্ষার সূচনা করেন এবং জানান- বর্তমান সময়ে এমন একটি উদ্যোগ যা খুবই প্রয়োজন ছিল। বিভিন্ন সময় মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হলে তার জন্য প্রথমে রক্তের গ্রুপ জানা একান্ত প্রয়োজন। সর্বসাধারণের জন্য বিনামূল্যে এই পরিসেবা প্রশংসার যোগ্য। আইনজীবী- আসাদুল আল গালিব বলেন -যে ভাবে এই স্বেচ্ছাসেবী সংস্থা দীর্ঘদিন থেকে সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মুমূর্ষু রোগীকে সাহায্য সহযোগিতা, দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণের মতো বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে সারাবছর । সেই সাথে এমন একটি মহান দিনে এই শিবিরের আয়োজন যা প্রশংসার যোগ্য। এই সংস্থার সম্পাদক – সামসুজ জামান -সকল মানুষকে এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য হওয়ার আহ্বান জানান। সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।