স্থানীয় বাজারে লাগাতার গমের দাম বেড়ে চলায় রপ্তানি নিষিদ্ধ করলো ভারত

দেবজিৎ মুখার্জি: শুক্রবার কেন্দ্রের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে আপাতত গম রপ্তানি করবেনা ভারত। স্থানীয় বাজারে লাগাতার গমের দাম বেড়ে চলায় বাধ্য হয়ে রপ্তানি নিষিদ্ধ করতে হল ভারতকে।

    ভারতে গমের দাম বাড়ার একাধিক কারণ রয়েছে। এর মধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধি অন্যতম কারণ। এছাড়াও আন্তর্জাতিক বাজারে গমের মূল্যবৃদ্ধির দাপটও একটা ফ্যাক্টর। তবে ভারতের এই সিদ্ধান্তে বাকি বিশ্বের দেশগুলিকে আরও সমস্যার মুখে পড়তে হবে তাতে সন্দেহ নেই।

    উল্লেখ্য, বিশ্বের মোট গম রপ্তানির ২৯ শতাংশই সরবরাহ করে রাশিয়া ও ইউক্রেন। টালমাটাল পরিস্থিতিতে এই মুহূর্তে গমের জন্য ভারতেরই উপর নির্ভরশীল বিশ্ব। দেশীয় বাজারে গম ও গমজাত দ্রব্যের দাম ১৫-২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের বাজারে গমের দাম ১৪ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।