|
---|
নতুন গতি: চলতি এশিয়া কাপ হকিতে শনিবার জাপানের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিলো ভারত। চলতি এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে ভারতীয় হকি দল জাপানের কাছে হেরেছিল ২-৫ গোলের ব্যবধানে। শনিবার ছিল সুপার ফোরের ম্যাচ। এই ম্যাচে ভারত জাপানকে ২- ১ গোলের ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো। ভালো খেলার সুবাদে ২০২৩ হকি বিশ্বকাপে সুযোগ পেল ভারত।
খেলার প্রথম কোয়ার্টার শুরুর পরেই ভারত গোল করে খেলায় লিড নেয়। এরপর দ্বিতীয় কোয়ার্টারে জাপান গোল করে সমতা ফেরায়। তৃতীয় কোয়ার্টারে ফের ভারত গোল করে জয় নিশ্চিত করে।