|
---|
নিজস্ব সংবাদদাতা : অসামান্য প্রতিভার স্বাক্ষর বহন করে মাত্র দু বছর ন মাসর মধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম তুললেন শেখ রাইয়ান। পিতা শেখ রাখি মাতার নাম রেহানা সুলতানা, পূর্ব বর্ধমানের মেমারি বিজুরে বারারী তে বাড়ি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২২ এ নাম তুলেছে শেখ রাইয়ান, তাঁর এই অসামান্য প্রতিভার জন্য মেমারি মুখ উজ্জ্বল করলো বলে জানান সমাজের বিশিষ্টজনেরা। তার বাবা মা জানান সন্তান ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। নতুন কিছু করার সবসময়ই চেষ্টা করতে দেখেছি।বাবা মা হিসাবে ছেলের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ছোট বয়স সর্বদা কিছু না কিছু নিয়ে কাজ করার তাগিদ ছিল। আগামী দিনে আরও সাফল্য কামনা করি।