ভারত বর্ষে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ আক্রান্ত ৬০৬

ভারত বর্ষে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ আক্রান্ত ৬০৬

    নতুন গতি ওয়েব ডেস্ক: এবার করোনায় মৃত্যু কাশ্মীরে করোনাভাইরাসে প্রথম মৃত্যু হল। তাঁকে নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩। বুধবারই ৬৫ বছরের করোনা আক্রান্ত উজ্জয়নের এক ব্যক্তির মৃত্যু হয়েছে ইন্দোরে। সেখানে জারি করা হয়েছে কার্ফু। মহারাষ্ট্রের নবি মুম্বইয়ের ভাসিতে মৃত্যু হয়েছে এক মহিলার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে দেশে মোট আক্রান্ত ৬০৬। শ্রীনগরের সরকারি হাসপাতালে ভর্তি হায়দরপোরা গ্রামের এক ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বুধবার। তাঁর সংস্পর্শে এসেছেন এমন মানুষজনকে পরীক্ষা করে তাঁদের দেহেও সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে। জম্মু কাশ্মীরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১। আক্রান্ত ও পর্যটকদের সংস্পর্শে এসেছেন এমন ৫,১২৪ জনকে নজরে রাখা হয়েছে। মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৪ জন। সে রাজ্যে আক্রান্ত ১২৪। নতুন আক্রান্তের খোঁজ মিলেছে মুম্বই ও থানেতে। লখনউয়ের কিং জর্জ মেডিকেল হাসপাতালে দুবাই ফেরত ২২ বছরের এক তরুণী এবং ৩৯ বছরের এক ব্যক্তির করোনাভাইরাস ধরা পড়েছে। গোয়ায় তিনজনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁরা স্পেন, অস্ট্রেলিয়া ও আমেরিকা থেকে এসেছেন। ইন্দোরে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫। তাঁদের কেউই বিদেশে যাননি। মোট আক্রান্ত ১০। তেলেঙ্গানায় তিনবছরের এক শিশু সহ ৪১ জন আক্রান্ত।