বুধবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের মহারণ

নতুন গতি ওয়েব ডেস্ক: বুধবারই শুরু হয়ে যাচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের মহারণ। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল। ভারতের এই ইংল্যান্ড সিরিজের মাধ্যমেই শুরু হয়ে যাচ্ছে পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃত্ত। আইসিসির টেস্টে ক্রমতালিকায় ভারত আপাতত দুই নম্বর রয়েছে। ইংল্যান্ড আবার রয়েছে চতুর্থ স্থানে। গোটা সিরিজের টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘মূল্য’ ৬০ পয়েন্ট। চ্যাম্পিয়নশিপের নতুন নিয়ম অনুযায়ী, জয়, ড্র এবং টাই-য়ের প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে ১২, ৪ এবং ৬।

    ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বিষয় সরিয়ে রাখলে ভারত পতৌদি ট্রফি খেলতে নামছে। ভারত এবং ইংল্যান্ড দুই দেশের হয়েই খেলা ইফতিকার আলি পতৌদি এবং তাঁর পুত্র (ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট ক্যাপ্টেন) মনসুর আলি পতৌদির স্মরণে ২০০৭-এ চালু হয় এই ট্রফি। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারত প্ৰথমবারেই জিতে নিয়েছিল এই ট্রফি।

    IND vs ENG 1st test কবে খেলা?
    IND vs ENG 1st test ৪ অগাস্ট বুধবার দুই দল পরস্পর মুখোমুখি হচ্ছে।

    IND vs ENG 1st test কখন থেকে শুরু হবে?
    IND vs ENG 1st test ভারতীয় সময় অনুযায়ী দুপুর সাড়ে ৩টেয় শুরু হবে। টস হবে আধঘন্টা আগে দুপুর ৩টেয়।

    IND vs ENG 1st test কোথায় খেলা হবে?
    IND vs ENG 1st test খেলা হবে নটিংহ্যামের ট্রেন্টব্রিজ স্টেডিয়ামে।

    IND vs ENG 1st test কোন চ্যানেলে ম্যাচ সম্প্রচারিত হবে?
    IND vs ENG সিরিজের প্রতিটি ম্যাচ সোনি স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। Sony SIX HD/SD (ইংরেজি ধারাভাষ্য), SONY TEN 3 HD/SD (হিন্দি ধারাভাষ্য) সরাসরি খেলা দেখা যাবে।

    IND vs ENG 1st test কোন ওয়েব প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং হবে?
    IND vs ENG সিরিজের প্রতিটি ম্যাচ SonyLiv এপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

    ভারতের সম্ভাব্য একাদশ:
    রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ/রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা