|
---|
নিজস্ব সংবাদদাতা :রুদ্ধশ্বাস টেস্ট ম্যাচ ক্রাইস চার্চে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল নিউজিল্যান্ড। যার কারণে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে উঠতে পারল। একটি দুর্দান্ত টেস্ট ম্যাচের সাক্ষী থাকলো ক্রাইসচার্জ। নিউজিল্যান্ডের এই টেস্ট ম্যাচ জেতার পিছনে কারিগর ক্যাপ্টেন উইলিয়ামসন। তার অপরাজিত ১২১ রানের সৌজন্য ে নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়। শেষ দিনে জিততে হলে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২৬৫ রান , শেষ ওভারে লক্ষ্যমাত্রা কমে দারায় আট রান। শেষ তিন বলে পাঁচ রান, চতুর্থ বাউন্ডারি মারেন কেন উইলিয়ামসন। পঞ্চম বল ডট হয়, ওভারের শেষ বলে রান নিতে গিয়ে ক্রিজে পৌঁছানোর জন্য ঝাপ দেন উইলিয়ামসন। Williamson cri যে পৌঁছানোর পর ফিল্ডারের থ্রো তে উইকেট ভাঙ্গে। ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। সাথে ভারত পৌঁছে যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে।