|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: ভারত সফরের সময় তাঁর জন্য এলাহি আয়োজন করেন নরেন্দ্র মোদি। দাবি করেন তিনি ভারতের বন্ধু। কিন্তু দেশে ফিরে কোনও সুযোগ পেলেই ভারতের গাল-মন্দ করতে পিছপা হন না ডোনাল্ড ট্রাম্প। অতীতে ভারত বেশি ট্যারিফ নেয়, এই অভিযোগে সোচ্চার হয়েছেন তিনি। এবার তিনি বললেন যে ভারত অত্যন্ত নোংরা একটি দেশ। ভারতের বায়ু দূষণ প্রসঙ্গে এই কথা বলেন মার্কিন রাষ্ট্রপতি।
সামনেই মার্কিনভূমে রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে ডেমোক্র্যাট রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বাইডেনের সঙ্গে ডিবেটে এই কথা বললেন ট্রাম্প। সারা বিশ্ব জুড়ে যে পরিবেশ বদল ঘটছে ও সেই পরিপ্রেক্ষিতে প্যারিস ডিল থেকে আমেরিকা নাম তুলে নেওয়া নিয়ে এদিন বিতর্ক হচ্ছিল।
ট্রাম্প বলেন, ‘চিনের হাল দেখুন। কিরকম নোংরা একটি দেশ। রাশিয়া বা ভারতের অবস্থা দেখুন, কি নোংরা, বাতাস মারাত্মক দূষণগ্রস্ত’। ইংরাজিতে ফিলথি শব্দটি ব্য়বহার করেন ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতি বলেন যে প্যারিস পরিবেশ চুক্তি মানলে মার্কিন ব্যাবসা সব লাটে উঠে যেত, মারাত্মক ক্ষতি হত তাদের, সহস্ত্র ডলার ব্যয় করতে হত।
তাঁর মূল বক্তব্য হচ্ছে যে দূষণ বেশি ছড়াচ্ছে ভারত ও চিন, কিন্তু তাদের তেমন ভাবে কলকারখানা বন্ধ করতে বলা হচ্ছে না। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক বেশি পদক্ষেপ নিতে বলা হয়েছে পরিবেশ রক্ষার খাতিরে। এই কথা অতীতেও বলেছেন তিনি এবং ভারতের পক্ষ থেকে তার বিরুদ্ধে যুক্তিও খাড়া করা হয়েছে। কিন্তু এই প্রথমবার তথাকথিত বন্ধুরাষ্ট্রের জন্য নোংরা বা ফিলথি শব্দটি ব্যবহার করলেন ডোনাল্ড ট্রাম্প।