করোনা ভাইরাসে আক্রান্ত ২৮ জন ভারতীয় ও ইতালি পর্যটক ২১ জন

করোনা ভাইরাসে আক্রান্ত ২৮ জন ভারতীয় ও ইতালি পর্যটক ২১ জন

    নতুন গতি , ওয়েব ডেস্ক:এবার ভারতেও করোনা ভাইরাসে আক্রান্ত হলো ২৮ । ২১ জন ইতালির পর্যটকের মধ্যে ১৫ জনের দেহেই ভাইরাস রয়েছে বলে সন্দেহ তাদের কে দিল্লিতে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।আর আগ্রায় ৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। বুধবার করোনা মোকাবিলায় দিল্লিতে জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি জানান, সক্রিয় করা হয়েছে ১৩ হাজার টেস্ট ল্যাব। এখন একসঙ্গে ২৫ হাজার লোকের রক্তপরীক্ষা করা যাবে বলে জানান।
    এবার হোলির অনুষ্ঠানে যাবেন না প্রধান মন্ত্রী মোদি ,কারণ বেশি মানুষের মধ্যে না যাওয়াটা ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।