তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

     

     

     

     

    নতুন গতি ওয়েব ডেস্ক : তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ভারত। ব্যাট হাতে সফল হার্দিক পাণ্ড্য। ৭৬ বলে অপরাজিত রইলেন ৯২ রানে। হাফসেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজাও। বল হাতে সফল শার্দুল ঠাকুর, নিলেন ৩ উইকেট। যশপ্রীত বুমরা ও টি নটরাজন পেয়েছেন ২টি করে উইকেট।

     

    তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুটি ম্যাচই হেরে গিয়েছিল ভারত। তাই সিরিজ ২-০ ব্যবধানে আগেই জিতে নিয়েছিলেন অ্যারন ফিঞ্চরা। বুধবার ক্যানবেরার ম্যাচ তাই ছিল নিয়মরক্ষার। তবে ভারতের পক্ষে একমাত্র লক্ষ্য ছিল, টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে শেষ ম্যাচে জিতে কিছুটা হলেও হৃত সম্মান পুনরুদ্ধার করা। যা মঙ্গলবার ক্যানবেরায় সম্ভবপর করলেন বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়ে সিরিজ শেষ করলেন ২-১ ব্যবধানে হেরে।

     

    ক্যানবেরায় টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এদিনের প্রথম একাদশে চারটি পরিবর্তন ভারতের। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে তিনটি পরিবর্তন করা হয়েছে। এই মাঠে গত সাত ম্যাচে প্রথম ব্যাট করা দল জিতেছে। গড় রান এখানে হয় প্রায় ৩৫০। ভারত তোলে ৩০২/৫। তবে প্রথমে ব্যাট করে জেতার রেকর্ড অক্ষুণ্ণ থাকল কোহলিরা ১৩ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ায়। এখানকার বাউন্ডারিও বেশ বড়। আজ একদিনের ক্রিকেটে অভিষেক ঘটল বাঁহাতি পেসার টি নটরাজনের। এছাড়া প্রথম একাদশে এসেছেন শুভমান গিল, শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব। বাদ পড়েছেন যুজবেন্দ্র চহাল, মহম্মদ শামি, নবদীপ সাইনি ও ময়ঙ্ক অগ্রবাল।

     

    অন্যদিকে, সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়া দলেও তিনটি পরিবরর্তন করা হয়েছে। অভিষেক ঘটল ক্যামেরন গ্রিনের। এছাড়া দলে এসেছেন অ্যাবট ও আগর। পিঠের চোটে বাদ পড়েছেন মিচেল স্টার্ক। বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ার্নার ও কামিন্সকেও। অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানান, তিনি ও লাবুশান ওপেনিংয়ের দায়িত্ব পালন করবেন। ভারতের হয়ে ব্যাট হাতে সফল কোহলি, হার্দিক ও জাডেজা। বল হাতে চাপের মুখে ফের দলের রক্ষাকর্তা হয়ে দাঁড়ালেন বুমরা। ৩৮ বলে ৫৯ রান করে অস্ট্রেলিয়াকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে বোল্ড করে ভারতকে ম্যাচে ফেরান বুমরা। শেষ পর্যন্ত ৪৩ রানে ২ উইকেট তুলে নেন বুমরা। একটি করে উইকেট কুলদীপ ও জাডেজার। ম্যাচের সেরা হয়েছেন হার্দিক।