রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: চিন্তার ভাঁজ ভারতের কপালে! ২০ হাজার ভারতীয়র নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

নতুন গতি নিউজ ডেস্ক: কিয়েভ-সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলা শুরু হয়ে যাওয়ার পরই আকাশপথ বন্ধ করে দিয়েছে ইউক্রেন। তাতে এয়ার ইন্ডিয়ার একটি বিমান নামার অনুমতি না পেয়ে ফিরে এল নয়াদিল্লিতে।

    এর আগে যুদ্ধের আশঙ্কা বাড়তে থাকায় সেখানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগী হয় কেন্দ্র। কিন্তু যুদ্ধ এবার বেঁধে যাওয়ায় সেখানে আটকে থাকা ২০ হাজার ভারতীয়র নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। রাষ্ট্রসংঘে সেই উদ্বেগের কথা জানাতে দেখা গিয়েছে তিরুমূর্তিকে। অনেকেই এই হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পাচ্ছেন।