পাকিস্তানের ছক ভেস্তে দিলো ভারতীয় সেনা, জঙ্গিদের ব্যবহার করা একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেল সেনাবাহিনী

দেবজিৎ মুখার্জি: ফের বড়ো সাফল্য ভারতীয় সেনার। আরো একবার পাকিস্তানের ছক ভেস্তে দিলো সেনাবাহিনী।

    জানা গিয়েছে, জম্মুর সাম্বায় আন্তর্জাতিক সীমানা লাগোয়া অঞ্চলে, জঙ্গিদের পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করার একটি বড়সড় গোপন সুড়ঙ্গের সন্ধান পেল সেনাবাহিনী৷ ভারতীয় নিরাপত্তা আধিকারিকরা মনে করছেন, পাক সেনার মদতেই এই সুড়ঙ্গ দিয়ে সীমান্তের এপারে ঢুকে পড়ত জঙ্গিরা।

    উল্লেখ্য, গত দেড় বছরে এই নিয়ে ৫টি সুড়ঙ্গের হদিশ মিলল সাম্বা সেক্টরে। সেনার তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গের ভিতর থেকে ২১টি বালি-ভরতি বস্তা উদ্ধার হয়েছে। অমরনাথ যাত্রায় হামলা চালানোর উদ্দেশ্যে এই সুড়ঙ্গটি ব্যবহার করার ছক কষেছিল জেহাদিরা।