ভারতের সীমান্ত লাগোয়া এলাকায় বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে দুই বাংলাদেশি গরু পাচারকারীর

নতুন গতি প্রতিবেদক: সীমান্ত লাগোয়া শেরপুরের শ্রীবারদি উপজেলার বাবেলকোনা এলাকার ঘটনা এটি। সূত্রের খবর, রবিবার রাতে সীমান্ত লাগোয়া এলাকায় কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখেন সীমান্তরক্ষীরা। তাদের সাবধান করা হয় বিএসএফের তরফ থেকে। কিন্তু উল্টে তারা ভারতে প্রবেশের চেষ্টা করে। তখনই গুলি চালানো হয় বিএসএফের পক্ষ থেকে।
গুলি চালানোর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় উকিল মিঞা ও খোকন মিঞা নামে দুজনের। বাকিরা পালিয়ে যায়। বাংলাদেশের বর্ডার গার্ড যদিও এই ঘটনা নিয়ে দাবি করেছে, ওই দুজন ভুলবশত ভারতের সীমান্তে প্রবেশ করেছিল। দুজন বন্ধু ছিল তারা।
সোমবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যানস ল্যান্ডের কাছে অবস্থিত মারাংপাড়া ব্রিজের কাছে ঘোরাঘুরি করার সময় ভুলবশত তারা ভারতের সীমান্তে প্রবেশ করে যায়। ঘটনাস্থলেই তাদের গুলি করে বিএসএফ এর জওয়ানরা। সোমবার বেলার দিকে দুজনের মৃতদেহ পাশের এলাকা থেকে পাওয়া যায়।