ভারতীয় উদ্ধারকারী দলের প্রশংসা তুরস্কের, ভারতের ভালো হোক ,নেট দুনিয়ায় ভিডিও ভাইরাল

নিজস্ব সংবাদদাতা :সপ্তাহ দুয়েক আগে ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক সিরিয়া, বড় বড় ইমারত গুলি ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রচুর প্রাণহানি হয়েছে এই বিপর্যয়ের কারণে। ভারত থেকে পাঠানো হয়েছিল উদ্ধারকারীর দল, মিশনের নাম দেওয়া হয়েছিল দোস্ত মিশন। দুর্দান্ত কাজ করেছে ভারতীয় উদ্ধারকারী দল, অনেকে মানুষকে ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে তারা। ধীরে ধীরে বিপর্যয় সামলে নিয়েছে তুরস্ক। এবারে ফেরার পালা রবিবার থেকে ফিরতে শুরু করে ভারতীয় উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। তুরস্কের আমজনতা ভারতীয় উদ্ধারকারী প্রশংসায় পঞ্চমুখ। প্রচুর শুভেচ্ছা জানিয়েছেন তারা ভারতের উদ্দেশ্য। বলেছেন ভারতের ভালো হোক। নেট দুনিয়ায় ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। তুরস্কের এক সাধারণ মানুষ জানিয়েছেন ভূমিকম্পের পরে খুব অসহায় লাগছিল, তবে ভারতীয় উদ্ধারকারী দলের সদস্যরা যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে সত্যি প্রশংসনীয়। প্রসঙ্গত তুরস্কের ভূমিকম্প বিপর্যয়ের পর ভারত থেকে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী পাঠানো হয় তুরস্কে সাথে পাঠানো হয়েছিল উদ্ধারকারী বাহিনীর দল, তাদের সাথে পাঠানো হয় চারটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর।