|
---|
মিজানুল কবির,কলকাতা: ভারতীয় রেল আবার চতুর্থ শ্রেনীর কর্মচারী পদে বিশাল সংখ্যক লোক নিতে চলেছে।লোকসভা ভোটের প্রাক্কালে তডিঘড়ি জারি হল বিজ্ঞপ্তি।
শূন্যপদ ১০৩৭৬৯ ।
মাধ্যমিক পাশ হলেই আপনি আবেদন করতে পারেন। ০১-০৭-২০১৯ অনুযায়ী বয়স ১৮থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে ।এসসি -এসটিদের বেলায় ৫ বছর এবং ওবিসি প্রার্থীদের বেলায় ৩ বছর ছাড় দেওয়া হবে।
অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে।আবেদনের শেষ তারিখ ১২/০৪/২০১৯।আবেদন ফি জমা দিতে পারবেন ২৩/০৪/২০১৯ তারিখ অবধি।
পরীক্ষা হবে সেপ্টেম্বার থেকে অক্টোবার ২০১৯ এর মধ্যে।
প্রথম ধাপে কম্পিউটার বেসড পরীক্ষা হবে ১০০ নম্বরের অব্জেক্টিভ টাইপ। দ্বিতীয় ধাপে শারীরিক সক্ষমতার পরীক্ষার বেলায় প্রার্থীকে ৩৫ কিলোগ্রাম ওজন নিয়ে দুই মিনিটে ১০০ মিটার এবং ৪ মিনিট ১৫ সেকেন্ডে ১০০০ মিটার দৌড় কভার করতে হবে।
পশ্চিমবঙ্গে কলকাতায় শাখায় ইস্টার্ন জোনে ১০৮৭৩ এবং সাউথ-ইস্টার্ন জোনে ৪৯১৪ টি শূন্যপদ রয়েছে। আবেদন সহ বিস্তারিত তথ্য জানতে
ভিজিট করুন ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট।