রথের মেলা দেখে ফেরার পথে গণধর্ষণের শিকার আদিবাসী গৃহবধূ

নিজস্ব সংবাদদাতা : রথের মেলা দেখে ফেরার পথে গণধর্ষণের শিকার আদিবাসী গৃহবধূ।পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা এলাকার ঘটনা। গৃহবধূর অভিযোগের পরিপেক্ষিতে তিন যুবককে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিশ। ধৃত রাজেশ দে, বিপত্তারণ পাল ও তারকনাথ পালের বাড়ি আউশগ্রাম এলাকাতেই।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শুক্রবার রাতে রথ দেখার উদ্দেশ্যে ননদকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন ওই আদিবাসী গৃহবধূ। রাতে বাড়ি ফেরার পথে রাস্তা ভুল করে তাঁরা দীগনগর -আলিগ্রামের রাস্তায় উঠে পড়েন।কিছুটা যাওয়ার পর এক পরিচিতর সঙ্গে দেখা হওয়ায় তাঁর সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে থাকেন ওই গৃহবধূর ননদ৷ গৃহবধূ কিছুটা এগিয়ে গিয়ে রাস্তা বুঝতে না পেরে একটি কালভার্টের কাছে অপেক্ষা করতে থাকেন।

    অভিযোগ, সেই সময় বাইককে করে এসে অভিযুক্তরা তাঁকে মাঠে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।পরে আউশগ্রাম থানার পুলিশ পৌঁছে গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এর পরই গৃহবধূর অভিযোগের পরিপেক্ষিতে ৩ অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করে।

    পুলিশের পক্ষ থেকে নির্যাতিতা গৃহবধূর মেডিক্যাল টেস্টও করানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।ধৃতদের রবিবার বর্ধমান আদালতে পেশ করা হবে।