|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: আমেরিকায় এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এক আদিবাসী মহিলা। শুক্রবার ডেব হালান্ডের নাম পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করে বাইডেন শিবির। বছর দুয়েক আগে নিউ মেক্সিকো আসন থেকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজে জয়ী হন হালান্ড। সাংসদ হিসেবেও তিনিই প্রথম আদিবাসী মহিলা হিসেবে রেকর্ড করেন। অনেকে মনে করছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রীপদে এই মহিলার নিয়োগে আমেরিকা সরকারের সঙ্গে পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর সম্পর্ক শোধরাবে, যা ট্রাম্পের আমলে তলানিতে পৌঁছয়।