|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: হাওড়ার বাগনান থানার বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর ঘাট এলাকায় ভারতের জাতীয় কংগ্রেসের কার্যালয়ে ও প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো, আমতা কেন্দ্র কংগ্রেসের আয়োজনে ও বাক্সি হাট অঞ্চল কংগ্রেসের সহযোগিতায় আঠারো টা অঞ্চলের কংগ্রেস নেতা নেত্রী কর্মী সমর্থক ও আপামর জনসাধারণের উপস্থিতি ও অংশগ্রহণ, সহযোগিতায় এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধীর পইত্রিশ তম মৃত্যু দিবস পালিত হলো। শহীদ বেদীতে ফুল পুষ্প মাল্য দান ,নিরাবতা পালন, স্হানীয় শিল্পী গোষ্ঠীর শিল্পীর দেশাত্মবোধক গান আবৃত্তি কবিতা ও বিভিন্ন স্থানের কংগ্রেস নেতা,নেত্রী প্রায়াত ইন্দিরা গান্ধীর তথা ভারতের জাতীয় কংগ্রেসের সর্ব ভারতীয় নেত্রীর কর্মময় জীবনের বিভিন্ন বিষয় ও দেশ রক্ষা, জাতির উন্নয়ন ও কল্যাণ কর্মর বিস্তারিত আলোচনা করা হয়। বক্তব্য রাখেন প্রবীণ কংগ্রেস নেতা ও আমতা বিধানসভা কেন্দ্রের বাম ও কংগ্রেস জোটের কংগ্রেস বিধায়ক অসিত বরণ মিত্র, হাওড়া জেলা কংগ্রেস নেতা সেখ সামসুদ হোসেন,প্রান্তি মুক্তিরাম বসু, শম্ভুনাথ ঘোষ,সেখ জাইদুল ইসলাম,সেখ হাসান আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন আমতা কেন্দ্র কংগ্রেসের সভাপতি সমরেন্দ্র নাথ মল্লিক। এছাড়াও আমতা কেন্দ্রের আঠারো টা অঞ্চল কংগ্রেসের সভাপতি ও নেতা নেত্রী রাও শহীদ বেদীতে মাল্যদান ও বক্তব্য রাখেন সভাস্হল কানাই কানাই ভোরে উঠে। বিধায়ক অসিত বরণ মিত্র আগামী প্রজন্মের পড়ুয়াদের গান্ধী র পথ অনুসরণ করার আহ্বান করেন এছাড়াও বিভিন্ন কাজ, উন্নয়ন ও কল্যাণ কর্ম লক্ষ্য করার পরামর্শ দেন। বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ভারতের জাতীয় কংগ্রেসের পতাকা তলে থাকার অনুরোধ করেন। আজকে একত্রিশ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত আমতা কেন্দ্রের অন্তর্গত আঠারো টা অঞ্চল এলাকায় ভারতের জাতীয় কংগ্রেসের নেতা নেত্রী কর্মী সমর্থক নেতৃত্ব যথাযথ মর্যাদায় ইন্দিরার মৃত্যু দিবস পালন করেন আর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাগনান থানার মানকুর ঘাট এলাকায়।