|
---|
নতুন গতি নিউজ ডেস্ক,মোথাবাড়ি: বৃহস্পতিবার এশিয়ার মুক্তি সূর্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর 36 তম প্রয়াণ দিবস ও শহীদ কংগ্রেস নেতা শৈলেশকুমার মিশ্রের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য সচেতনতা অনুষ্ঠিত হয় কালিয়াচক – ২ ব্লক কংগ্রেসের উদ্যোগে কাগমারির গীতা মোড়ে । এদিনের আয়োজিত অনুষ্ঠানে অনেকে প্রয়াত ইন্দিরা গান্ধীর নানা দিক তুলে ধরে আলোচনা করেন । আজকের দিনে মহান নেত্রীর প্রাসঙ্গিকতা বহুগুন বেড়েছে তাও তুলে ধরেন কংগ্রেসের নেতারা । এছাড়া ও এদিন রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক মোস্তাক আলম, মানিকচকের বিধায়ক মোত্তাকিন আলম, কালিয়াচক-১ ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, ব্লক কংগ্রেস সভাপতি দুলাল শেখ, সহসভাপতি প্রফুল্ল ঘোষ, জেলা ছাত্র পরিষদের সহ সভাপতি আসিফ শেখ, যুব সভাপতি হাবিব সেখ , বিশিষ্ট সমাজকর্মী সামিউল আহমেদ প্রমুখ । মালদা জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম বলেন , রাজ্য ও জেলার পাশাপাশি ব্লকে ব্লকে অনুষ্ঠান হচ্ছে । গোটা দেশ আজ স্মরণ করছে মহান নেত্রীকে । সর্বত্রই বিভিন্নভাবে এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালিত হচ্ছে। রক্তদান, বস্ত্রদান, স্বাস্থ্য সচেতনতা, আলোচনা সভা সহ একাধিক কর্মসূচি নিয়ে মহান নেত্রীকে স্মরণ করা হচ্ছে। লিঞ্চিং, বিভাজন নীতি, কর্মসংস্থান, শিক্ষা ও মূল্যবোধ বিভিন্ন ক্ষেত্রে এক সংকটের মধ্য দিয়ে আমরা চলেছি । কংগ্রেসের নেতৃত্বেই দেশ আরো শক্তিশালী হবে ও সাম্প্রদায়িক সম্প্রীতি কর্মসংস্থান, শিক্ষা, সহ নানা ক্ষেত্রে ইন্দ্রাগান্ধির আদর্শে সামনে রেখে আগামীতে কংগ্রেস এগিয়ে যাবে আশা প্রকাশ করেন মোস্তাক আলম ।