We are The Common People এবং হ্যালো কোলকাতা র উদ্যোগে ইনডোর ও আউটডোর গেমস

নতুন গতি প্রতিবেদক : ইনডোর ও আউটডোর গেমের মাধ্যমে যুব সমাজের মধ্যে ক্রীড়া সংস্কৃতিকে ছড়িয়ে দিতে সচেষ্ট We are The Common People এবং হ্যালো কোলকাতা।তারই অংশ হিসাবে রবিবার কোলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী দের নিয়ে দিনব্যাপি ইনডোর গেমস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হলো বাঙুরের কলকাকলি মঞ্চে।

    এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেন কুনাল সাহা ,দেবাঞ্জনদে ,বিশাল সিং ,ভিকি সিং ,ঐকান্তিক মিত্র ,অভীষ্ট রায় ,অর্কদীপ চক্রবর্তী ,রণজয় ঘোষ ,সাগ্নিক ,প্রীতম দাস ,রণিত রায় কর্মকার ,সুকোমল দত্তগুপ্ত ,দৈপায়ন শীল ,লোকনাথ সাউ ,কৃষ্ণেন্দু ভট্টাচার্য ,সুরজিৎ মুখার্জী প্রমুখ। এই মঞ্চ থেকে আগামী ৯ এপ্রিল ফুটবল প্রতিযোগীতার জন্য টিম নির্বাচনের লটারী হয়। মহারাজা মনীন্দ্র চন্দ্র কলেজের পাশে কাঁটাপুকুর মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলছে বলে ঘোষণা করেন আয়োজকরা। পাশাপাশি আগামী ৬ এপ্রিল একটি দাবা প্রতিযোগীতার ঘোষণা করা হয় শ্যামবাজারের সেরাম হলে। অনুষ্ঠানের সঞ্চালক আশীষ বসাক জানান, সারা বছর ক্রীড়া ও সংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে যুব সমাজের মধ্যে সুস্থ সংস্কৃতির প্রসারে তাদের দুটি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কাজ করে চলছে ,আগামীদিনে আরো অনেক সংগঠনকে সাথে পাওয়ার বিষয়ে তারা আশাবাদী।